আন্তর্জাতিক ডেস্কঃ ব্রাজিলে মহামারি করোনা (কোভিড-১৯) ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার (১১ জুলাই) দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ১ হাজার ৭১ জন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১ হাজার ৪৬৯ জনে। ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, ব্রাজিলে সর্বশেষ একদিনে করোনা শনাক্ত হয়েছেন ৩৬ হাজার ৪৭৪ জন। ফলে এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ লাখ ৪০ হাজার ৮১২ জনে। কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারোও। গত মঙ্গলবার করোনা পজিটিভ শনাক্ত হন তিনি। তবে, করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পর টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে বোলসোনারো বলেছেন, তিনি এরইমধ্যে বেশ ভালো অনুভব করছেন এবং হাইড্রোক্সিক্লোরোকুইনের তৃতীয় ডোজ নিয়েছেন।
আলোকিত প্রতিদিন/১২ জুলাই’২০/এসএএইচ