সংবাদদাতা,নাটোরঃ নাটোরের বড়াইগ্রামে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এক খ্রিস্টান নারী আত্মহত্যা করেছেন। শনিবার (১১ জুলাই) দুপুরে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের বাহিমালী খ্রীস্টান পল্লীতে নিজ ঘরে গলায় ওড়না পেচিয়ে আড়ার সাথে ঝুলে এ আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত জেনি বেবী কস্তা (৪০) ওই গ্রামের মৃত আব্রাহাম কস্তার মেয়ে। বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর তৌহিদুল ইসলাম বলেন, জেনি বেবী ঢাকায় একটি বেসরকারী কম্পানিতে চাকুরী করতেন। করোনা মহামারীতে বাড়ি চলে আসে। প্রায় ১৬ বছর আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয় এরপর আর বিয়ে করেন নাই। নিঃসন্তান এই নারী তার ছোট ভাই বিলাশ কস্তার সাথেই থাকতেন। বিলাশ ঢাকায় একটি বাইং হাউজে চাকুরী করেন। শুক্রবার বেবীর ভাইবউ বাচ্চাদের নিয়ে বাবার বাড়ি যায়। এসময় বেবী একই বাড়িতে ছিলেন। দুপুরে কোন এক সময় সে নিজ ঘরে আড়ার সাথে ওড়নায় ঝুলে আত্মহত্যা করে। খবর পেয়ে ঘরের দরজা ভেঙ্গে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এদিকে উপজেলা জোয়াড়ী ইউনিয়নের কায়েমকোলা গ্রামে পারিবারিক কলহের জের ধরে হায়াত আলী (৬০) একজন আত্মহত্যা করেছেন। হায়াত ওই গ্রামের সকি প্রামাণিকের ছেলে। ওসি (তদন্ত) ইন্সপেক্টর সুমন আলী জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোরসদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আলোকিত প্রতিদিন/১২ জুলাই’২০/এসএএইচ