দেশে ২৪ ঘন্টায় করোনায় আরও ৪৭ জনের মৃত্যু, শনাক্ত ২৬৬৬

0
370

সৈয়দ এনামুল হুদাঃ দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা (কোভিড-১৯) ভাইরাসের আক্রান্ত হিসেবে আরও ২ হাজার ৬৬৬ জন শনাক্ত হয়েছে। ফলে এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়লো ১ লাখ ৮৩ হাজার ৭৯৫ জনে। করোনায় আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৪৭ জনের। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ হাজার ৩৫২ জনে। রোববার (১২ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। এসময় তিনি ৭৭টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে জানান, করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১১ হাজার ২১০টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৫৯টি নমুনা। ফলে এ নিয়ে দেশে মোট ৯ লাখ ৪০ হাজার ৫২৪টি নমুনা পরীক্ষা করা হলো। নতুন নমুনা পরীক্ষায় করোনায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৬৬৬ জন। এ নিয়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ৮৩ হাজার ৯৭৫ জনে। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে আরও ৪৭ জনের। ফলে এ নিয়ে দেশে ভাইরাসটিতে মোট মৃত্যু হলো ২ হাজার ৩৫২ জনের। দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৫ হাজার ৫৮০ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ৯৩ হাজার ৬১৪ জনে। দেশে ২৪ ঘণ্টায় যে ৪৭ জনের মৃত্যু হয়েছে, তাদের ৩৬ জন পুরুষ এবং ১১ জন নারী। এদের মধ্যে ১০ বছরের বেশি বয়সী একজন, ২০ বছরের বেশি বয়সী ২জন, ত্রিশোর্ধ্ব ৩জন, চল্লিশোর্ধ্ব ৪জন, পঞ্চাশোর্ধ্ব ১৫ জন, ষাটোর্ধ্ব ১৪ জন, সত্তরোর্ধ্ব ৬জন এবং ৮০ বছরের বেশি বয়সী ২জন ছিলেন। ২৩ জন ঢাকা বিভাগের, ৬জন চট্টগ্রাম বিভাগের, ৪জন রাজশাহী বিভাগের, ৪জন সিলেট বিভাগের, ৬জন খুলনা বিভাগের, ২জন রংপুর বিভাগের এবং ২জন বরিশাল বিভাগের বাসিন্দা ছিলেন। ৪৩ জন মারা গেছেন হাসপাতালে এবং ৪জনের মৃত্যু হয়েছে বাসায়। দেশে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২৪ দশমিক ১১ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৯ দশমিক ৫৪ শতাংশ। আর রোগী শনাক্ত তুলনায় সুস্থতার হার ৫০ দশমিক ৯৩ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ২৮ শতাংশ।

 

আলোকিত প্রতিদিন/১২ জুলাই২০/এসএএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here