আশুলিয়ায় অপহরণের তিনদিন পর অপহৃত উদ্ধার, অপহরণকারী ৩ সদস্য গ্রেফতার

0
353

প্রতিনিধি,সাভারঃ সাভারের আশুলিয়ায় অপহরণের প্রায় ৩ দিন পর অপহৃত শফিকুল ইসলামকে উদ্ধারসহ অপহরণ চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। রবিবার (১২ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম। এর আগে শনিবার (১১ জুলাই) গভীর রাতে অভিযান চালিয়ে আশুলিয়ার ঘোষবাগ এলাকার বাগানবাড়ি আবুল মার্কেটের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার ঘাগইর গ্রামের রেনু মিয়ার ছেলে তারেকুর রহমান তারেক (২২), পঞ্চগড় জেলার বদানপাড়া গ্রামের ফুল মিয়ার ছেলে জাহিদ হাসান (৩২) এবং পঞ্চগড় জেলার বিদ্যাভিটা গ্রামের আব্দুল হাকিমের মেয়ে ও জাহিদ হাসানের স্ত্রী আঞ্জুয়ারা (২৫)। তারা সকলেই আশুলিয়ার বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিলো। অপহৃতের ছেলে রাশেদুল জানায়, ঘোষবাগ এলাকার আল-আমীনের বাড়িতে ভাড়া থেকে তার ফুফু পোশাক কারখানায় চাকরি করেন। গত ৯ জুলাই সেখানে বেড়াতে গেলে অপহরণের শিকার হন তার বাবা শফিকুল ইসলাম। তার বাবাকে অপহরণ করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এসময় পৃথকভাবে ১২ হাজার ৫০০ টাকা প্রদান করা হয়। পরে থানায় অভিযোগ দায়ের করলে মুক্তিপণ প্রদান করার ফাঁদ পেতে অপহরণকারী ৩ জনকে আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম জানান, অপহরণের শিকার ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। একই সাথে চক্রটির ৩ সদস্যকে গ্রেফতারের পর পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

 

আলোকিত প্রতিদিন/১২ জুলাই’২০/এসএএইচ

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here