কক্সবাজারের আপন টাওয়ারে কিডস আইটেম নিয়ে ইয়াছিন এন্টারপ্রাইজের যাত্রা শুরু 

0
390

আবু সায়েম,কক্সবাজারঃ কক্সবাজার শহরের আপন টাওয়ারে কিডস আইটেম নিয়ে ইয়াছিন এন্টারপ্রাইজের যাত্রা শুরু হয়েছে। শনিবার (১১ জুন) শহরের আপন টাওয়ারের নীচ তলায় বিকেল ৪ টায় খতমে কোরআন এবং দোয়া ও মোনাজাত পরিচালনার মধ্যে দিয়ে ১ থেকে ১২ বছরের বাচ্চাদের জন্য যাবতীয় কিডস আইটেম নিয়ে ইয়াছিন এন্টারপ্রাইজের শুভ উদ্বোধন করেন আপন টাওয়ারের স্বত্বাধিকারী দৈনিক আপন কন্ঠের সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সদস্য মোহাম্মদ হোসাইন বি এ এবং জেলা আওয়ামীলীগের সহসভাপতি রেজাউল করিম। জানা জায়, করোনা কালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে বাচ্চাদের আইটেমগুলো  বিক্রি করা হচ্ছে। অন্যান্য দোকানের তুলনায় সহজলভ্য এবং স্বল্প মূল্যে যাবতীয় কিডস আইটেমের বিপুল সমাহার। ক্রেতাদের পছন্দ অনুযায়ী অধিকতর আরামদায়ক বাচ্চাদের কাপড়ের এক নতুন মাত্রা যোগ করেছেন ‘ ইয়াছিন এন্টারপ্রাইজ’। ইয়াছিন এন্টারপ্রাইজের মূল উদ্দেশ্য হচ্ছে, অধিকতর ভালো আইটেম সরবরাহ করে সেবার মধ্যে দিয়ে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করে বাজারে রেপুটেশন সৃষ্টি করা। পরবর্তীতে ক্রেতারা যাতে ইয়াছিন এন্টারপ্রাইজ থেকে কিডস আইটেম সংগ্রহ করার ইচ্ছা পোষণ করে এবং এর ধারাবাহিকতা অব্যাহত রাখেন। এ ব্যাপারে ইয়াছিন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাঃ ইয়াছিন বলেন, শহরের অভিজাত মার্কেট আপন টাওয়ারে ১ থেকে ১২ বছর বাচ্চাদের কিডস আইটেম নিয়ে যাত্রা শুরু করি, ইতোমধ্যে আমরা ক্রেতাদের প্রচুর সাড়া পেয়েছি। ক্রেতাদের চাহিদা অনুযায়ী যাবতীয় আইটেম সরবরাহ করা হচ্ছে। আমাদের কিডস আইটেমগুলো হলো- বেবি জিন্স, লেডিস জিন্স, থ্রি কোয়ার্টার প্যান্ট,  ফুল প্যান্ট, হাফ প্যান্ট বেবি শার্ট এবং টি শার্ট সহ যাবতীয় বাচ্চাদের কাপড়ের বিপুল সমাহার। তিনি আরো বলেন,সম্পূর্ণ নতুন আঙ্গিকে আধুনিক যুগের কথা চিন্তা করে বাচ্চাদের আইটেমগুলো মজুদ রাখা হয়েছে। প্রতিষ্ঠানের যাতে ভাবমূর্তি বিরাজমান থাকে সে ব্যাপারে অধিকতর সতর্কতা এবং ভালো আইটেম সরবরাহে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ‘ইয়াছিন এন্টারপ্রাইজ’ কিডস আইটেম সরবরাহ করে বাজারে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

 

আলোকিত প্রতিদিন/১২ জুলাই’২০/এসএএইচ                       

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here