বীরগঞ্জে বৈদেশিক কর্মসংস্থান শীর্ষক প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত

0
406

শাহিনুর ইসলাম,বীরগঞ্জ (দিনাজপুর): দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় “জেনে বুঝে বিদেশে যাই অর্থ, সম্মান দুটোই পাই” এই বিষয়কে প্রতিপাদ্য হিসেবে সামনে রেখে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দাতা ও সচেতনতা শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা ১১টায়  প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়ন ও তত্ত্বাবধানে বীরগঞ্জ সরকারি কলেজ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ামিন হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ডালিম সরকারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মকবুল হোসেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মোঃ আব্দুল হাকিম। উক্ত প্রেসব্রিফিং ও সেমিনারে বিভিন্ন বিষয় নিয়ে উপস্থাপনা করেন দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের চীফ ইন্সপেক্টর নিমাই কুমার দত্ত। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান গোবিন চন্দ্র রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টিসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

 

আলোকিত প্রতিদিন/৯ জুলাই’২০/এসএএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here