::প্রতিনিধি, যশোর::
সাংবাদিক ও কবি শাহানুর আলম উজ্জ্বলের বাবা মোহাম্মদ মহসীন আলী বিশ্বাস (৬৮) আর নেই। গতকাল রাত আটটার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
পারিবারিকসূত্রে জানা যায়, সপ্তাহখানেক আগে ব্রেনস্ট্রোক করলে তাকে যশোর সদরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে ডাক্তারের পরামর্শে নিজ বাড়ি চৌগাছার জগন্নাথপুরে আনা হয়। সেখানে ডাক্তারের চিকিৎসাপত্র অনুযায়ী চিকিৎসা চলতে থাকে। এরই মধ্যে গতকাল রাতে তার মৃত্যু হয়।
আজ সকাল ৯টায় জগন্নাথপুর হাফেজিয়া মাদ্রাসায় মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জ্যেষ্ঠপুত্র কবি শাহানুর আলম উজ্জ্বল জানান।