প্রতিনিধি,শিবালয়ঃ শিবালয় উপজেলার ঐতিহ্যবাহী নয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের নিকট নেয়া বাড়তি টাকা ফেরত না দেওয়ায় পুন:নির্দেশ প্রদান করা হয়েছে। গত ২৪ জুন নয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসমাইল হোসেনকে ৭ দিনে মধ্যে শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া বাড়তি টাকা ফেরতের নির্দেশ প্রধান করেন শিবালয় উপজেলা নির্বাহী অফিসার এএফএম ফিরোজ মাহমুদ। কিন্তু প্রধান শিক্ষক টাকা ফেরত না দিয়ে পত্রের মাধ্যমে গত ১ জুলাই জবাব দাখিল করেন। জবাবে টাকা ফেরতের বিষয়টি স্পষ্টভাবে বর্ণনা না করায় শিবালয় উপজেলা নির্বাহী অফিসার ও অ্যাডহক কমিটির সভাপতি বি এম রুহুল আমিন রিমন এ পুন:নির্দেশ দেন। উল্লেখ্য, প্রধান শিক্ষক ইসমাইল হোসেন বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীর নিকট থেকে দীর্ঘ কয়েক বছর যাবৎ বোর্ড নির্ধারিত ফির অতিরিক্ত টাকা আদায় করে আসছেন। বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি আবুল কাশেম ও ছাত্রী অভিভাবক আঞ্জুয়ারা ইতিপূর্বে শিবালয় উপজেলা নির্বাহী অফিসার ও এ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি বরাবর অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে ইউএনও ফিরোজ মাহমুদ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজারকে তদন্তের নির্দেশদেন। তদন্ত শেষে ইউএনও বরাবর দেয়া প্রতিবেদনে ৮০৭ জন শিক্ষার্থীর নিকট থেকে অতিরিক্ত ৪শ’ টাকা হারে মোট ৩ লক্ষ ২২ হাজার ৮শ’ টাকা নেয়ার প্রমাণ পাওয়া যায়।
আলোকিত প্রতিদিন/৮ জুলাই’২০/এসএএইচ