শাহিনুর ইসলাম,বীরগঞ্জ (দিনাজপুর): দিনাজপুরের বীরগঞ্জের সোনালী ব্যাংক শাখার একাধিক কর্মকর্তার করোনা পজিটিভ হওয়ার কারণে প্রশাসন কর্তৃক ব্যাংককে লকডাউন করা হয়েছে। এই লকডাউন আগামী ১৩ জুলাই পর্যন্ত বলবৎ থাকবে। হঠাৎ লকডাউনের কারণে বীরগঞ্জ সোনালী ব্যাংকের হাজারো গ্রাহক চরম অর্থ সংকটে পড়েছে। সরকারি অবসরপ্রাপ্ত পেনসনভোগীরা টাকা তুলতে না পেরে হতাশায় পড়েছেন। অবশ্য স্থানীয় প্রশাসনের দাবী শত অসুবিধার মাঝেও জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় সোনালী ব্যাংক, বীরগঞ্জ শাখাকে লকডাউন করা হয়েছে। আগামী ১৩ জুলাই পর্যন্ত এটি কার্যকর থাকবে। ভুক্তভোগী গ্রাহকদের দাবী বিকল্প ব্যবস্থায় লেনদেন চালু করা হউক।
আলোকিত প্রতিদিন/৭ জুলাই’২০/এসএএইচ