সংবাদদাতা,শাহজাদপুর(সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের শাহজাদপুরে করোনার মধ্যেই কাপড়ের হাট সপ্তাহের নির্দিষ্ট দুইদিনের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে শত শত তাঁতী ও কাপড় ব্যবসায়ীরা। শনিবার (৪ জুলাই) দুপুরে শাহজাদপুর প্রাণকেন্দ্র দ্বারিয়াপুর কাপড়ের হাট থেকে বিক্ষোভ মিছিলটি উপজেলা চত্বর হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে তাঁতীদের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ রওশন আলী, রাসেল মিয়া, মিজানুর রহমান প্রমুখ। এসময় বক্তারা বলেন, বাংলাদেশের বৃহত্তম এই শাহজাদপুরের কাপড়ের হাটটি প্রতিষ্ঠালগ্নে সপ্তাহের বৃহস্পতি ও সোমবারে মোট দুইদিন বসত। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী ও স্বার্থন্বেষী মহলের মদদে অতিরিক্ত মুনাফা লাভের আশায় হাটবারের আগেরদিন অর্থাৎ বুধবার ও রবিবার রাতে কাপড় বিক্রি শুরু করে। পরবর্তীতে সেই হাট শনিবার, রবিবার, সোমবার ও মঙ্গলবার এই চারদিনে রূপ নেয়। এতে করে বিক্রয় না বাড়লেও হাটের খরচ দিগুন হয়ে যায় এবং একইদিনে বিভিন্ন যায়গায় হাট বসার কারণে এই ঐতিহ্যবাহী হাটটির বিশাল ক্ষতি সাধিত হচ্ছে। ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে কাপড় ব্যবসায়ীরা। একদিকে কর্মচারীর বিল দিতে হচ্ছে অতিরিক্ত, ইজারাদারদের খাজনাও দিতে হচ্ছে দিগুন অপরদিকে গুটি কয়েক মানুষের হাতে বন্দী হয়ে যাচ্ছে শাহজাদপুরের কাপড়ের হাট। দীর্ঘমেয়াদী ক্ষতির হাত থেকে বাঁচাতে এবং তাঁতীদের রক্ষার্থে চারদিনের পরিবর্তেসপ্তাহে পূর্বের ন্যায় নির্দিষ্ট দুইদিন হাট চালু করার জোড় দাবী জানান।
আলোকিত প্রতিদিন/৫ জুলাই’২০/এসএএইচ