শাহিনুর ইসলাম,বীরগঞ্জ (দিনাজপুর): দিনাজপুরের বীরগঞ্জে ইউপি সদস্য শহিদুল ইয়াবাসহ গ্রেফতার হয়েছে। রবিবার (৫ জুলাই) উপজেলার ২নং পলাশবাড়ী ইউপি সদস্য শহিদুলকে ইয়াবাসহ গ্রেফতার করে ম্যাজিষ্ট্রেট আদালতে সোর্পদ করা হয়েছে। বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান জানান, গত ৪ জুলাই সন্ধ্যায় মরিচা ইউনিয়নের খামার খাড়িকাদাম বিদ্যালয়ের সামনে ইয়াবা বিক্রয়ের সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে পলাশবাড়ী ইউনিয়নের ভান্ডাই গ্রামের মৃত শহর উল্লাহর ছেলে ইউপি সদস্য শহিদুল ইসলামকে ১২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। পরের দিন সকালে পলাশবাড়ী ইউপি সদস্য শহিদুল ইসলামকে ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/৫ জুলাই’২০/এসএএইচ