সংবাদদাতা,বগুড়াঃ বগুড়ায় গত ২৪ঘন্টায় নতুন করে ৬১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ হাজার ৩০৭ জনে। বগুড়া জেলা স্বাস্থ্য বিভাগ রবিবার (৫ জুলাই) সকাল ১১টায় বিষয়টি নিশ্চিত করেছে ।বগুড়া জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ৪ জুলাই সরকারি বে-সরকারি পিসিআর ল্যাব থেকে ৩৭৩টি নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে পরীক্ষা করা ১৮৮টি নমুনার মধ্যে পজিটিভ এসেছে ২৪টি। বে-সরকারি টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতাল পিসিআর ল্যাবে ১৮৫টি নমুনার মধ্যে পজিটিভ এসেছে ৩৭টি। নতুন আক্রান্ত ৬১জনের মধ্যে সদরে ৪৭জন, শাহাজানপুরে ছয়জন, শেরপুরে পাঁচজন, সোনাতলায় দুইজন, কাহালুতে একজন রয়েছেন। এ জেলায় করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে নতুন করে আরও ৭৭জন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৯৩৭ জন সুস্থ হয়েছেন। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজন মৃত্যুবরণ করায় মোট মৃত্যুর সংখ্যা এখন ৬১। গত ১ এপ্রিল বগুড়ায় প্রথম একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। সেই থেকে ৪ জুলাই পর্যন্ত জেলায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১৯ হাজার ৯৬১টি। এর মধ্যে ১৭ হাজার ৭১৩টির ফলাফল এসেছে। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান বলেন, নতুন করে আক্রান্ত ৬১ জনকে নিজ নিজ বাড়িতে রেখে স্বাস্থ্যবিধি মেনে চিকিৎসা নিতে বলা হয়েছে। তবে অবস্থার অবনতি হলে আক্রান্তদের হাসপাতালে যোগাযোগ করারও পরামর্শ দেওয়া হয়েছে।
আলোকিত প্রতিদিন/৫ জুলাই’২০/এসএএইচ