সংবাদদাতা,গাজীপুরঃ গাজীপুরে করোনা আক্রান্তদের মধ্যে করোনাকে জয় করে সু্স্থ সাভাবিক জীবনে ফিরে এসেছেন প্রায় ৪০ ভাগ লোক। এদের মধ্যে বেশিরভাগ লোকই বাড়ীতে (হোম আইসলোশনে) থেকেই সু্স্থ হয়েছেন। হাসপাতালে ভর্তি থেকেও অনেকে সু্স্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন। মোট আক্রান্তদের মধ্যে এপর্যন্ত ১৪৮৩ জন সু্স্থ সাভাবিক জীবনযাপন করছেন। আজ রবিবার (৫ জুলাই) বিকালে গাজীপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ খায়রুজ্জামান এ তথ্য জানান। গাজীপুরের সিভিল সার্জন আরও জানান, গাজীপুর জেলায় নতুন করে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৯২ জন। এনিয়ে জেলায় ভাইরাসটিতে আক্রান্তের সনহখ্যা বেড়ে দাঁড়ালো ৩ হাজার ৭শত ১৩ জনে। গাজীপুর জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৪৫ জনের। সর্বশেষ ২৪১ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠিয়ে ৯২ জনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে গাজীপুর সদরে ৩৩ জন, কালিগন্জে ৩ জন, কালিয়াকৈরে ১৫ জন, কাপাসিয়ায় ১১ জন ও শ্রীপুরে ৩০ জন শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনা শনাক্তের জন্য সর্বমোট নমুনা পাঠানো হয়েছে ২৫৮৫০ জনের। গাজীপুরের সিভিল সার্জনে আরও বলেন, জেলায় মোট আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ গাজীপুর সদরে ২২০০ জন, কালিগন্জে ৩৪৩ জন, কাপাসিয়ায় ২৫৯ জন, কালিয়াকৈরে ৪৪৮ জন ও শ্রীপুরে ৪৬৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
আলোকিত প্রতিদিন/৫ জুলাই’২০/এসএএইচ