গাজীপুরে নতুন করে করোনায় আক্রান্ত আরও ২১ জন, মোট ৩৬২১

0
298

সংবাদদাতা,গাজীপুরঃ গাজীপুরে নতুন করে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত আরও ২১ জন। এনিয়ে জেলায় ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিন হাজার ৬ শত ২১ জনে। গাজীপুর জেলায় করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪৫ জনের। শনিবার (৪ জুলাই) বিকালে গাজীপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ খায়রুজ্জামান এ তথ্য জানান। গাজীপুরের সিভিল সার্জন আরও জানান, সর্বশেষ ৫০২ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠিয়ে ২১ জনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে গাজীপুর সদরে ৮ জন, কালিগন্জে ৩ জন, কালিয়াকৈরে ৫ জন, কাপাসিয়ায় ৪ জন ও শ্রীপুরে ১ জন শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনা শনাক্তের জন্য সর্বমোট নমুনা পাঠানো হয়েছে ২৫৬০৯ জনের। এদের মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন ১৪০৪ জন।  গাজীপুরের সিভিল সার্জন আরও বলেন, জেলায় মোট আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ গাজীপুর সদরে ২১৬৭ জন, কালিগন্জে ৩৪০ জন, কাপাসিয়ায় ২৪৮ জন, কালিয়াকৈরে ৪৩৩ জন ও শ্রীপুরে ৪৩৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

 

আলোকিত প্রতিদিন/৪ জুলাই’২০/এসএএইচ 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here