বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু

0
354

প্রতিনিধি,বগুড়াঃ বগুড়া সদরের ঠনঠনিয়ে এলাকায় করোনা (কোভিড-১৯) ভাইরাসে আক্রান্ত হয়ে আইনুন নাহার (৫৪) নামে এক নারী মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জুন) সকাল ৯টায় মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন কেন্দ্রে তার মৃত্যু হয়। এর আগে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে শুক্রবার ভোররাত ৪টায় গোলাম রব্বানী (৫৭) নামে এক শিক্ষক কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। এ নিয়ে জেলায় শুক্রবার দুইজন করোনা (কোভিড-১৯) ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন। হাসপাতাল সূত্রে জানা যায়, আইনুন নাহার কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে গত ১ জুলাই মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি হন। তিনি শ্বাসকষ্টের পাশাপাশি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন। তার শ্বাসকষ্ট বেড়ে গেলে বৃহস্পতিবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক)  হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়। কিন্তু তার পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নিতে না পারায় রাতে মোহাম্মদ আলী হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। পরে শুক্রবার সকালে তার মৃত্যু হয়। বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ শফিক আমিন কাজল বলেন, নিহত আইনুনের লাশ দাফনের জন্য জীবাণুমুক্তকরে পরিবারের কাছে স্থানান্তর করা হয়েছে।

 

আলোকিত প্রতিদিন/৪ জুলাই’২০/এসএএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here