গাজীপুরে নতুন শনাক্ত আরও ৪২, মোট ৩৬০০

0
350

সংবাদদাতা,গাজীপুরঃ গাজীপুর জেলায় হু হু করে বাড়ছে করোনা সংক্রমণের হার। গাজীপুর জেলায় নতুন করে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছে আরও ৪২ জন। এ নিয়ে জেলায় ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ হাজার ৬শত জনে। জেলায় করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত  মোট মৃত্যু হয়েছে ৪৪ জনের। শুক্রবার (৩ জুলাই) বিকালে গাজীপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ খায়রুজ্জামান এ তথ্য জানান। সিভিল সার্জন আরও জানান, সর্বশেষ ৪৬৯ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠিয়ে ৪২ জনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে গাজীপুর সদরে ১৮ জন, কালিগন্জে ৫ জন, কালিয়াকৈরে ৭ জন, কাপাসিয়ায় ৬ জন ও শ্রীপুরে ৬ জন শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনা শনাক্তের জন্য সর্বমোট নমুনা পাঠানো হয়েছে ২৫১০৭ জনের। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১২৮২ জন। তিনি আরও বলেন, জেলায় মোট আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ গাজীপুর সদরে ২১৫৯ জন, কালিগন্জে ৩৩৭ জন, কাপাসিয়ায় ২৪৪ জন, কালিয়াকৈরে ৪২৮ জন ও শ্রীপুরে ৪৩২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

 

আলোকিত প্রতিদিন/৩ জুলাই’২০/এসএএইচ

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here