প্রতিনিধি,মানিকগঞ্জঃ হলি আর্টিজান বেকারীতে জঙ্গী তৎপরতায় নৃশংসতার চার বছর পূর্ণ হয়েছে আজ। এ উপলক্ষ্যে বুধবার (১ জুলাই) বেলা সাড়ে ১০ টার দিকে জেলা পুলিশ লাইন্স এ রবিউল করিমের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীম। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাঃ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) হোসাইন মোহাম্মদ রায়হান, এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডিএসবি) মোঃ হামিদুর রহমান সিদ্দিকী, অফিসার ইনচার্জ (ডিবি) হানিফ সরকার প্রমুখ । শ্রদ্ধাঞ্জলি শেষে শহীদ সিনিয়র এসি রবিউল করিম এর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। পরে তার পরিবারের পক্ষথেকেও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। উল্লেখ্য, চার বছর আগে গুলশানের হলি আর্টিজান বেকারীতে জঙ্গি হামলা হয়। ওই হামলায় নির্মমভাবে নিহত হন মানিকগঞ্জের কৃতি সন্তান ও ঢাকার সিনিয়র এসি রবিউল করিম।
আলোকিত প্রতিদিন/১ জুলাই’২০/এসএএইচ