সংবাদদাতা,গাজীপুরঃ গাজীপুর জেলায় হু হু করে বাড়ছে করোনা সংক্রমণের হার। গাজীপুর জেলায় নতুন করে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছে আরও ৮৮ জন। ফলে এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো তিন হাজার ৫শত ২৩ জনে। গাজীপুর জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৪৩ জনের। আজ বুধবার (১ জুলাই) বিকালে গাজীপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ খায়রুজ্জামান এ তথ্য জানান। গাজীপুরের সিভিল সার্জন আরও জানান, সর্বশেষ ৩৭০ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠিয়ে ৮৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে গাজীপুর সদরে ৩১ জন, কালিগন্জে ২০ জন, কালিয়াকৈরে ৫ জন, কাপাসিয়ায় ১১ জন ও শ্রীপুরে ২১ জন শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনা শনাক্তের জন্য সর্বমোট নমুনা পাঠানো হয়েছে ২৪১৯০ জনের। এদের মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন ১০২৫ জন। গাজীপুরের সিভিল সার্জন আরও বলেন, জেলায় মোট আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ গাজীপুর সদরে ২১২১ জন, কালিগন্জে ৩২৯ জন, কাপাসিয়ায় ২৩৪ জন, কালিয়াকৈরে ৪১৮ জন ও শ্রীপুরে ৪২১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
আলোকিত প্রতিদিন/১ জুলাই’২০/এসএএইচ