সংবাদদাতা,ইসলামপুর (জামালপুর): জামালপুরের ইসলামপুরে করোনা উপস্বর্গ নিয়ে রওশন আলী (৬৩) নামে এক জনের মৃত্যু হয়েছে। জানা যায়, ইসলামপুর পলবান্ধা ৭নং ওয়ার্ডের বাসিন্দা রওশন আলী বুধবার (১ জুলাই) সকালে করোনা উপস্বর্গ নিয়ে ময়মনসিংহ মেডিক্যালে কলেজ হাসপাতালে ভর্তি হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে মারা যান তিনি। নিহত রওশন আলীর লাশ বুধবার সন্ধ্যায় নিজ বাড়িতে পৌঁছলে আত্মীয় স্বজনরা কেউ লাশের কাছে না গেলে ইসলামপুর পৌর সভার মেয়র শেখ আব্দুল কাদের খবর পেয়ে স্বাস্থ্যবিধি মোতাবেক নিজ হাতে নিহতের দাফন কাফনের দায়িত্বনেন। গাড়ি থেকে নামানো-ধুয়ানো থেকে শুরু করে সব কিছু নিজে হাতে করেন। বুধবার রাত নয়টায় স্বাস্থ্যবিধি মেনে জানাযা নামাজ শেষে পৌর গোরস্তানে দাফন সম্পন্ন করা হয়।
আলোকিত প্রতিদিন/১ জুলাই’২০/এসএএইচ