প্রতিনিধি,মানিকগঞ্জঃ মানিকগঞ্জে করোনা আক্রান্ত হয়ে সুস্থ্য হওয়া ৫ পুলিশ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন জেলার পুলিশ সুপার মো. রিফাত রহমান শামীম পিপিএম। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে মানিকগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার সিনিয়র সহকারী পুলিশ সুপার হামিদুর রহমান সিদ্দীকী প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। করোনাজয়ী পুলিশ সদস্যরা হলেন মানিকগঞ্জ জেলা পুলিশের আউট সাইড ক্যাডেট আব্দুল্লাহ আল মাহমুদ ও পলাশ সেন এবং সাটুরিয়া থানার মো নজরুল ইসলাম, মোঃ আল আমিন মিয়া ও মোঃ শরিফুল ইসলাম। উল্লেখ্য, জেলা পুলিশের মোট ১০৬৪ জন পুলিশের মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ জন সদস্য। এর মধ্যে একজন অফিসিয়াল স্টাফ। এর মধ্যে গত শনিবার কনস্টেবল আতিয়ার রহমান করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
আলোকিত প্রতিদিন/৩০ জুন’২০/এসএএইচ