আজ সোমবার, ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ ।   ৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ

বগুড়ায় যমুনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত, নিম্নাঞ্চল প্লাবিত

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

সংবাদদাতা,বগুড়াঃ বগুড়ায় যমুনা নদীর পানি বিপদসীমার ৬৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রবল বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা আষাঢ়ের ঢলে বগুড়া জেলার সারিয়াকান্দি পয়েন্টে যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। মঙ্গলবার (২৮ জুন) বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বিষয়টি নিশ্চিত করেন। জানা যায়, যমুনা নদীর পানি বৃদ্ধির ফলে সারিয়াকান্দি উপজেলার চরাঞ্চলের চালুয়াবাড়ী, কর্নিবাড়ী, কুতুবপুর, চন্দনবাইশা, কাজলা, কামালপুর, রহদহ ও সারিয়াকান্দি সদর ইউনিয়নের নিম্নাঞ্চলগুলো এবং পাট, ধানসহ ফসলি জমি প্লাবিত হয়েছে। যমুনায় পানি বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তী মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মোঃ মাহবুবুর রহমান বলেন, যমুনা নদীতে বিপদসীমা নির্ধারণ করা হয় ১৬ দশমিক ৭০ সেন্টিমিটার। মঙ্গলবার সকাল ৬টার হিসেব অনুযায়ী নদীর পানি ১৭.৩৬ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ বিপদসীমার ৬৬ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

 

আলোকিত প্রতিদিন/৩০ জুন’২০/এসএএইচ

 

- Advertisement -
- Advertisement -