সংবাদদাতা,কলাপাড়া (পটুয়াখালী): কলাপাড়ায় বিদ্যুৎতাড়িত হয়ে এক অটোরিক্সাচালক নিহত হয়েছে । অটোরিক্সার ব্যাটারীতে চার্জ দেওয়ার সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয় । দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তার নাম মো: ইব্রাহিম খান (৩০) । সোমবার (২৯ জুন) মধ্যরাতে মিঠাগঞ্জ ইউনিয়নের মধুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে পার্শ্ববর্তী বালিয়াতলী ইউনিয়নের বৈদ্যপাড়া গ্রামের কাঞ্চন খানের ছেলে । স্থানীয়দের ভাষ্য, ইউনুস কারী’র গ্যারেজে ইব্র্রাহিম ব্যাটারীতে চার্জ দিতে যায়। এসময় তার কাছে কোন লোকজন ছিল না । পরবর্তীতে অপর অটোরিক্সা চালকরা ব্যাটারীতে চার্জ দিতে গিয়ে তাকে অচেতন অবস্থায় দেখে হাসপাতালে নিয়ে যায়। মিঠাগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ জহিরুল ইসলাম জানান, ইব্রাহিম বালিয়াতলী-বাবলাতলা রুটের অটোরিক্সা চালক। অসাবধানতা বসত: ব্যাটারীতে চার্জ দিতে গিয়ে সে এই দুর্ঘটনার শিকার হয়। তবে গ্যারেজ মালিকের ভুলের কারণে এমন ঘটনা ঘটেছে বলে তিনি উল্লেখ করেন। কলাপাড়া থানার ওসি (তদন্ত) মোঃ আসাদ রহমান জানান, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
আলোকিত প্রতিদিন/৩০ জুন’২০/এসএএইচ