বগুড়ায় করোনায় আক্রান্ত আরও ৬৯ জন, মোট ২৭৮২

0
374

সংবাদদাতা,বগুড়াঃ বগুড়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৬৯ জন করোনা (কোভিড-১৯) ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ হাজার ৭৮২ জনে। বগুড়া জেলা স্বাস্থ্য বিভাগ সোমবার সকাল ১১ টায় বিষয়টি নিশ্চিত করেছেন। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বগুড়ায় ২৮ জুন সরকারী বে-সরকারি পিসিআর ল্যাব থেকে ৩৩৫টি নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এর মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে পরীক্ষা করা ১৮৮টি নমুনায় ১৫ জনের পজিটিভ এসেছে। বে-সরকারী টিএমএসএস মেডিকেল কলেজ রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতাল পিসিআর ল্যাবে ১৩৭টি নমুনার মধ্যে ৫৪টি পজিটিভ এসেছে। নতুন করে কোভিড-১৯ আক্রান্ত ৬৯ জনের মধ্যে ৪৩ জন পুরুষ, ২২ নারী ৪ জন শিশু রয়েছে। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ২৯ জনের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। এ ছাড়া ৪১ থেকে ৫০ বছর বয়সী রয়েছেন ১৭ জন, ৫১ থেকে ৭০ বছর বয়সী রয়েছেন ১৬ জন এবং ৭০ বছরের উর্ধ্বে আরও তিনজন আক্রান্ত হয়েছেন। ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান বলেন, শজিমেক ও টিএমএসএস এর ফলাফলে পজিটিভ ৬৯ জনের মধ্যে সদরে ৫৫ জন, গাবতলীতে ৬ জন, শাজাহানপুরে ৩ জন, শিবগঞ্জে ৩ জন এবং দুপচাঁচিয়ায় ২ জন নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বগুড়ায় গত ১ এপ্রিল প্রথম এক ব্যক্তি করোনায় আক্রান্ত হন। এ পর্যন্ত জেলায় করোনা ভাইরাস শনাক্তের জন্য মোট ১৭ হাজার ৭১৭টি নমুনা সংগ্রহ করা হয়। ফলাফল পাওয়া গেছে ১৫ হাজার ২২১ জনের। এর মধ্যে আক্রান্ত হয়েছে ২ হাজার ৭৮২ জন এবং করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৪৮জন। এছাড়া জেলায় সর্বোচ্চ ৯১ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। ফলে জেলায় মোট সুস্থ রোগীর সংখ্যা ৪৪৩ জন।

 

আলোকিত প্রতিদিন/২৯ জুন’২০/এসএএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here