গাজীপুরে নিখোঁজের তিনদিন পর প্রবাসীর লাশ উদ্ধার

0
306

সংবাদদাতা,গাজীপুরঃ  গাজীপুরের টঙ্গীতে নিখোঁজের তিনদিন পর সৌদি প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) দুপুরে হোসেন মার্কেট এলাকার ডেসকো গোডাউনের পাশে গলায় রশি লাগানো অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ইউনুস মোহাম্মদ শফিক মুন্সি (৫০) এর গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার সফিপুর গ্রামে। পুলিশ জানায়, নিহত ইউনুস সৌদি আরব থেকে গত ৩ মার্চ দেশে ফিরে খাঁপাড়া এলাকায় বন্ধু ইসমাইলের বাড়িতে বসবাস করেন। এরই এক পর্যায়ে গত শুক্রবার (২৬ জুন) থেকে নিখোঁজ হন তিনি। পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি। তিনদিন পর স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দেয়ালের সঙ্গে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করে। নিহতের স্ত্রী ফাতেমা আক্তার জানান, আমার স্বামী শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন। তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন। টঙ্গী পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

আলোকিত প্রতিদিন/২৯ জুন’২০/এসএএইচ

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here