সংবাদদাতা,মোংলা (বাগেরহাট): মোংলায় আরও ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ জুন মোংলায় প্রথমবার ৩ জনের করোনা শনাক্ত হওয়ারপর ৫ দিনে আজ (২৮ জুন) মোংলায় আরও ৫ জনের করোনা শনাক্ত হয়। উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: জীবিতোষ বিশ্বাস জানান, রবিবার সকালে নতুন করে আরও ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। যারা আক্রান্ত হয়েছেন তারা হলেন পৌর শহরের ময়লাপোতা সড়কের আবুল বাশারের ছেলে আজিজুল হক (২২), মোংলা শিল্প এলাকার মাধবী কলোনীর বাসিন্দা মোঃ মিজানুর রহমান (৫১), মোঃ রুহুল আমিন (৩০), সেলিনা বেগম (৫৩), ইপিজেড এলাকার মেহেরুন মুনতাহা (১৯)। এদিকে করোনায় আক্রান্তদের বাড়ি লগডাউনসহ সতর্কতামূলক ব্যাবস্থাগ্রহণ করেছে উপজেলা প্রশাসন। করোনা আক্রান্তদের বাড়ির আশপাশের লোকজনকে সতর্ক থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য গত বুধবার (২৪ জুন) মোংলায় ৩ জনের করোনা রিপোর্ট পজেটিভ আসে। আক্রান্তরা হলেন-মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়ন স্বাস্থ্যকর্মী কামাল মৃধা (৪০), সোনাইলতলা ইউনিয়নের স্বাস্থ্যকর্মী মো: মুজাহিদুল ইসলাম (৩৫) ও পৌর শহরের ইসলামী ব্যাংক’র স্টাফ এসএম রিয়াজ আলমগীর।
আলোকিত প্রতিদিন/২৮ জুন’২০/এসএএইচ