প্রতিনিধি,মানিকগঞ্জঃ করোনা উপসর্গ নিয়ে মানিকগঞ্জ জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হারুন মিয়া (৬০) নামে এক ব্যাক্তি মারা গেছেন। নিহত ব্যাক্তির বাড়ি ঢাকার ধামরাই উপজেলার চৌহাট এলাকায়। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশ্বাদ উল্লাহ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আজ সকাল ৮টার দিকে শ্বাসকষ্ট নিয়ে তাকে হাসপাতালে আনা হয়। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে জরুরি বিভাগের চিকিৎসক আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করেন। কিন্তু জরুরি বিভাগ থেকে আইসোলেশন ওয়ার্ডে নেওয়ার আগেই তিনি মারা যান। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না তা নিশ্চিত হওয়ার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় মানিকগঞ্জে চিকিৎসক, সাংবাদিকসহ আরও ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৬৮ জনে। নতুন সংক্রমিতদের মধ্যে জেলা সদরে সাতজন, হরিরামপুরে তিনজন এবং সিঙ্গাইর, সাটুরিয়া ও শিবালয় উপজেলায় একজন করে রোগী রয়েছেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনার উপসর্গ নিয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে।
আলোকিত প্রতিদিন/২৮ জুন’২০/এসএএইচ