বগুড়ায় করোনায় নতুন আক্রান্ত আরও ৪৪ জন, মোট ২৭১৩

0
325

সংবাদদাতা,বগুড়াঃ বগুড়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৪৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ হাজার ৭শত ১৩ জনে। শনিবার (২৭ জুন) ২৭০টি নমুনা পরীক্ষার ফলাফলে ৪৪ জনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে। জেলা স্বাস্থ্যবিভাগ রবিবার (২৮ জুন) সকাল ১১টায় বিষয়টি নিশ্চিত করেছে। বগুড়া জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় বগুড়ায় সরকারী বে-সরকারি পিসিআর ল্যাব থেকে ২৭০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল, পিসিআর ল্যাবে পরীক্ষা করা ১৮৮টি নমুনায় ৩২ জনের পজিটিভ এসেছে। বে-সরকারি টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতাল, পিসিআর ল্যাবে ৮২টি নমুনার মধ্যে পজিটিভ এসেছে ১২টি। অত্র জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৭১৩ জন। করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হওয়ায় এ জেলায় মৃত্যুর সংখ্যা ৪৮জন। নতুন করে আরও সুস্থ হয়েছেন ৩০ জন । ফলে করোনায় সুস্থতার সংখ্যা ৩৫২জন। নতুন আক্রান্ত ৪৪ জনের মধ্যে ২৯ জন পুরুষ, ১৩ জন নারী, ২জন শিশু রয়েছে। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ২২ জনের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। এ ছাড়া ৪১ থেকে ৫০ বছর বয়সী রয়েছেন ১০ জন, ৫১ থেকে ৭০ বছর বয়সী রয়েছেন ৯জন এবং ৭০ বছরের উপরে একজন রয়েছেন। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান বলেন, শজিমেক ও টিএমএসএসের পিসিআর ল্যাবের ফলাফলে করোনা পজিটিভ ৪৪ জনের মধ্যে সদরে ২৩ জন। এছাড়া শেরপুরে ৮জন, শাজাহানপুরে ৪জন, ধুনটে ৬জন, আদমদীঘিতে ২জন এবং দুপচাঁচিয়ায় ১জন নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদেরকে বাড়ীতে রেখে স্বাস্থ্যবিধি মেনে চিকিৎসা দেওয়া হবে।

 

আলোকিত প্রতিদিন/২৮ জুন’২০/এসএএইচ

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here