দেশে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু আরও ৪৩, নতুন আক্রান্ত ৩৮০৯, মোট ১৩৭৭৮৭

0
377

সৈয়দ এনামুল হুদাঃ দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরও ৩৮০৯ জন।এতে করে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ৩৭ হাজার ৭৮৭ জনে। একই সময়ে দেশে করোনায় আরও মৃত্যুবরণ করেছে ৪৩ জন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ হাজার ৭৩৮ জনে। রোববার (২৮ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। মহাপরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১ হাজার ৪০৯ জন। ফলে এ নিয়ে দেশে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ৫৫ হাজার ৭২৭ জনে। দেশে আক্রান্তদের বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৪৪ শতাংশ। ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত রোগী শনাক্তে নমুনা পরিক্ষা করা হয় ১৮ হাজার ৯৯ টি । এর মধ্যে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্র হয়েছে ৩ হাজার ৮০৯ জন । এতে করে দেশে নমুনা পরিক্ষার সংখ্যা দাঁড়ালো ৭ লক্ষ ৩০ হাজার ১৯৭ টি। দেশে শনাক্তের হার ২১ দশমিক ০৫ শতাংশ। তিনি আরো জানান, নতুন করে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৯ জন ও নারী ১৪জন। আক্রান্তের বিবেচনায় মৃত্যুহার ১ দশমিক ২৬ শতাংশ। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী ৪৩ জন বয়সের দিক থেকে, ২১-৩০ বছর বয়সী ২জন, ৩১-৪০ বছর বয়সী ১ জন, ৪১-৫০ বছর বয়সী ৭ জন, ৫১-৬০ বছর বয়সী ১৩ জন, ৬১-৭০ বছর বয়সী ১২ জন এবং ৭১ থেকে ৮০ বছরের ৭ জন, ৮১ থেকে ৯০ বছরের ১ জন রয়েছেন।

 

আলোকিত প্রতিদিন/২৮ জুন’ ২০/এসএএইচ

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here