মানিকগঞ্জে করোনায় নতুন আক্রান্ত ২৮, মোট আক্রান্ত ৫৫৫ এবং সুস্থ হয়েছে ৩৯৬

0
431

প্রতিনিধি,মানিকগঞ্জঃ মানিকগঞ্জে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৭ স্বাস্থ্যকর্মীসহ আরও ২৮ জন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৫৫ জনে। এদের মধ্যে সুস্থ হয়েছে ৩৯৬ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন। বাকি ১৫৪ জনের মধ্যে মানিকগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১৫ জন, সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে ৩ জন। এছাড়াও আক্রান্ত ১৪১ জন নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। শনিবার (২৭ জুন) দুপুর ১২টার দিকে মানিকগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ বিষয়টি নিশ্চিত করেন। নতুন আক্রান্তদের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ৯ জন, সিংগাইরে ৪ জন, সাটুরিয়ায় ২ জন, হরিরামপুরে ৬ জন, দৌলতপুরে একজন এবং ঘিওর ও শিবালয়ে ৩ জন করে আক্রান্ত হয়েছেন। সিভিল সার্জন জানান, মানিকগঞ্জে এ পর্যন্ত ৫ হাজার ৭৭৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এসব নমুনা ঢাকার বিভিন্ন ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে ৫ হাজার ৩১৮টি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এতে জেলায় ৫৫৫ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে ৩৯৬ জনই সুস্থ হয়েছেন। আক্রান্ত অবশিষ্ট ১৫৯ জনের মধ্যে ১৫ জন জেলা হাসপাতালে এবং তিনজনকে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রাখা হয়েছে।

 

আলোকিত প্রতিদিন/২৭ জুন’ ২০/এসএএইচ

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here