সংবাদদাতা,ফরিদপুরঃ ফরিদপুরে নতুন করে ৮৮ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। এদের মধ্যে ফরিদপুর সদর উপজেলায় ৩৯জন করোনায় আক্রান্ত। ফলে এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৮২৮ জনে। ফরিদপুর মেডিকেল কলেজ পিসিআর ল্যাব সূত্র মতে, আজ (২৭ জুন) শনিবার করোনা ভাইরাস শনাক্তে ৩৭৬টি নমুনা পরিক্ষা করা হয়। এর মধ্যে ১১৬ জনের করোনা পজেটিভ এসেছে এবং ২৫৩ জনের নেগেটিভ এসেছে। আর ৭টি নমুনা ইনভেলিড এসেছে। আজকের নমুনা পরিক্ষায় আক্রান্তদের ১১৬ জনের মধ্যে ৮৯ জন ফরিদপুরের এবাং বাকী ২৭ জন গোপালগঞ্জ জেলার। ফরিদপুরের ৮৯ জনের মধ্যে ১জন পুরুতন রোগী এবং ৮৮জন নতুন রোগী। করোনায় আক্রান্ত ৮৮ জনের মধ্যে ফরিদপুর সদর উপজেলায় ৩৯জন, চরভদ্রাসন উপজেলায় ৮জন, নগরকান্দা উপজেলায় ১১জন, বোয়ালমারী উপজেলায় ৯জন, মধুখালী উপজেলায় ৯জন, সালথা উপজেলায় ২জন, ভাঙ্গা উপজেলায় ৮জন এবং সদরপুর উপজেলায় ২জন রয়েছেন। ফরিদপুর জেলায় এ পর্যন্ত মোট ১৮২৮ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। এদের মধ্যে সুস্থ্য হয়েছেন ২৭৭ জন, আর মৃত্যুবরন করেছেন ২৩জন।
আলোকিত প্রতিদিন/২৭ জুন’ ২০/এসএএইচ