সংবাদদাতা,ফরিদপুরঃ বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলায় করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ দুইশত পরিবারের মাঝে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) বিকালে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের মোঃ নজরুল তালুকদারের বাড়িতে এ খাদ্য বিতরণ অনুষ্ঠিত হয়। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হাসিব সরকার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম আসাফো’র কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সেলিম মোল্লা, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শওকত হোসেন মুকুল, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ইমারত হোসেন পিকুল, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন, রামকান্তপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য মোঃ কামাল বিশ্বাস আওয়ামীলীগ নেতা রাশেদ মাতুব্বরসহ অনেকেই উপস্থিত ছিলেন। সালথা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর বলেন, মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও শাহদাব আকবর লাবু চৌধুরীর পক্ষথেকে আমরা উপজেলার বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করে আসছি। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকালে রামকান্তপুর ইউনিয়নে দুইশত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। তিনি আরো বলেন, জরুরী প্রয়োজন ছাড়া কেউ বাড়ি থেকে বের হবেন না । এসময় তিনি সকলকেই নিরাপদে থেকে করোনা সম্পর্কিত স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।
আলোকিত প্রতিদিন/২৩ জুন’২০/এসএএইচ