::প্রতিনিধি, ময়মনসিংহ ::
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ময়মনসিংহে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত পন চন্দ্র (৫৫) নামের ওই ব্যক্তির বাড়ি গফরগাঁও পৌর শহরে বলে সিভিল সার্জন এবিএম মসিউল আলম জানান।
তিনি বলেন, ‘পন চন্দ্র করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। সোমবার শ্বাসকষ্ট নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে মারা যান।’
এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৭ জনের মৃত্যু হল বলে মসিউল জানান।