দেশে ২৪ ঘন্টায় মৃত্যু ৩৮, নতুন আক্রান্ত ৩৪৮০

0
310

সৈয়দ এনামুল হুদাঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনা (কোভিড-১৯) ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৮ জন মৃত্যুবরণ করেছেন।ফলে এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃত্যুর সংখ্যা দাড়ালো ১ হাজার ৫০২ জনে। একই সময়ে এ ভাইরাসটিতে নতুন করে আরও ৩ হাজার ৪৮০ জন আক্রান্ত হয়েছেন। এতে করে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাড়ালো ১ লাখ ১৫ হাজার ৭৮৬ জনে। সোমবার (২২ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা অনলাইনে বুলেটিন পড়েন। দেশজুড়ে ৬২টি ল্যাবে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে বুলেটিনে তিনি জানান, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ হাজার ২৮৭টি নমুনা সংগ্রহ করা হয়।এর মধ্যে পরীক্ষা করা হয় ১৫ হাজার ৫৫৫টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৬ লাখ ২৭ হাজার ৭১৯টি। নতুন নমুনা পরীক্ষায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৪৮০ জন। ফলে আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো এক লাখ ১৫ হাজার ৭৮৬ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৮ জন। এ নিয়ে মোট মারা গেলেন ১ হাজার ৫০২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬৭৮ জন। সব মিলিয়ে দেশে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৪৬ হাজার ৭৫৫ জন। ২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের ৩৩ জন পুরুষ ও ৫ জন নারী। এদের মাঝে ১৫ জন ঢাকা বিভাগের, ১২ জন চট্টগ্রাম বিভাগের, ৪ জন ব‌রিশাল বিভা‌গের, ২ জন করে খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের এবং ১ জন সিলেট বিভাগের। এদের মাঝে ১১ থেকে ২০ বছরের ১ জন, ২১ থেকে ৩০ বছরের ৩ জন, ত্রিশোর্ধ্ব ১ জন, চল্লিশোর্ধ্ব ৩ জন, পঞ্চাশোর্ধ্ব ১৬ জন, ষাটোর্ধ্ব ১০ জন, সত্তরোর্ধ্ব ৩ জন এবং ৮০ বছরের বেশি বয়সী ১ জন মৃত্যুবরণ করেছেন। হাসপাতালে মৃত্যু হয়েছে ২৫ জনের, বাসায় ১২ জনের এবং হাসপাতালে আনারপর ১ জনকে মৃত ঘোষণা করা হয়।

 

আলোকিত প্রতিদিন/২২ জুন’২০/এসএএইচ

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here