বিএপিএ’র উদ্যোগে এএমসির অধীনে ১৪৩ পদে দ্রুত চিকিৎসক নিয়োগের দাবিতে মানববন্ধন

0
696

বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ অল্টারনেটিভ প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের (বিএপিএ) উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । আজ রবিবার (২১ জুন) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে বাংলাদেশ অল্টারনেটিভ প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের (বিএপিএ) সভাপতি খন্দকার ফারুক আহমেদ ও মহাসচিব মাইন উদ্দিন মামুনের নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় । অল্টারনেটিভ মেডিক্যাল কেয়ার (এএমসি) অধীনে ১৪৩ পদে ইউনানি, আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তিদেয় সরকারের স্বাস্থ্য অধিদপ্তর। দীর্ঘ ৯ মাস পার হলেও সেই নিয়োগ এখনো না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আবেদনকারী চিকিৎসকেরা।ঘোষিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী দ্রুত নিয়োগ বাস্তবায়নের দাবিতে এ মানবব্ন্ধন করেন আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক চিকিৎসকেরা। মানববন্ধনে বলা হয়, দীর্ঘ ৯ মাস অতিবাহিত হলেও নিয়োগ প্রক্রিয়ায় কোনো অগ্রগতি পরিলক্ষিত হচ্ছেনা। দেশের এই ক্লান্তিলগ্নে দ্রুত নিয়োগের ব্যবস্থা করলে বিশ্ব মহামারী করোনা (কভিড-১৯) ভাইরাস মোকাবিলায় এবং দেশের জনগনের জীবন রক্ষার্থে এএমসির চিকিৎসকরা গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এসময় ইতিপূর্বে নিয়োগ পাওয়া এএমসির চিকিৎসকরা করোনা (কভিড-১৯) ভাইরাস মোকাবিলায় নিরসলসভাবে কাজ করে যাচ্ছেন উল্লেখকরে তারা আরো বলেন, দেশের এই ক্রান্তিকালে বিভিন্ন জেলা,উপজেলা ও মেডিক্যাল কলেজ হাসপাতালে এএমসির মেডিক্যাল অফিসাররা নিরলসভাবে জনগণকে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। চিকিৎসাসেবা দিতে গিয়ে ইতোমধ্যে প্রায় ২০ জন এএমসি চিকিৎসকও কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

চিকিৎসকরা সংক্ষিপ্ত মানববন্ধন শেষে দ্রুত নিয়োগ বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর একটি স্মারকলিপিও প্রদান করেন ।

 

আলোকিত প্রতিদিন/২১ জুন’২০/এসএএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here