দেশে ২৪ ঘন্টায় করোনায় আরও মৃত্যু ৩৯, নতুন আক্রান্ত ৩৫৩১

0
409

সৈয়দ এনামুল হুদাঃ দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা (কোভিড-১৯) ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৯ জন মৃত্যুবরণ করেছে । এ নিয়ে ভাইরাসটিতে মোট ১ হাজার ৪৬৪ জনের মৃত্যু হলো। একই সময়ে করোনা ভাইরাসে নতুন করে শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৫৩১ জন। ফলে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাড়ালো ১ লাখ ১২ হাজার ৩০৬ জনে। রবিবার (২১ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। দেশজুড়ে ৬০টি ল্যাবে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে বুলেটিনে বলেন, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৭১০টি নমুনা সংগ্রহ করা হয়।এর মধ্যে পরীক্ষা করা হয় ১৫ হাজার ৫৮৫টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৬ লাখ ১২ হাজার ১৬৪টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৫৩১ জন। ফলে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাড়ালো ১ লাখ ১২ হাজার ৩০৬ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৩৯ জন। এ নিয়ে মোট মৃত্যুবরণ করলেন ১ হাজার ৪৬৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮৪ জন। দেশে এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৪৫ হাজার ৭৭ জন। ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের পুরুষ ৩৫ জন এবং নারী ৪ জন। এদের মধ্যে ০ থে‌কে ১০ বছ‌রের ১ জন, ২১ থেকে ৩০ বছরের ১জন, ত্রিশোর্ধ্ব ৬ জন, চল্লিশোর্ধ্ব ১২ জন, পঞ্চাশোর্ধ্ব ১২ জন, ষাটোর্ধ্ব ৪ জন, সত্তরোর্ধ্ব ২ জন এবং ৮০ বছরের বেশি বয়সী ১ জন রয়েছেন। ৩৩ জন মারা গেছেন হাসপাতালে এবং ৬ জন বাসায়। এদের ১৬ জন ঢাকা বিভাগে, ১১ জন চট্টগ্রাম বিভাগে, ৪ জন খুলনা বিভাগে, ২ জন রাজশাহী বিভাগে, ৪ জন ব‌রিশাল বিভা‌গে এবং ১ জন করে রংপুর ও সিলেট বিভাগে মারা গেছেন।

 

আলোকিত প্রতিদিন/২১ জুন ‘২০/এসএএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here