গাইবান্ধায় ভূয়া শিল্পমন্ত্রী গ্রেফতার 

0
339

সংবাদদাতা,গাইবান্ধাঃ শিল্পমন্ত্রীর পরিচয় দিয়ে ডিআইজি, জেলা প্রশাসক ও বিভিন্ন জেলার পুলিশ সুপারকে ফোন করে প্রতারণার অভিযোগে নাসির উদ্দিন (২৮) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে গাইবান্ধা পুলিশ। রবিবার (২১ জুন) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। শনিবার (২০ জুন) রাতে অভিযান চালিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে ওই প্রতারককে গ্রেফতার করে পুলিশ। সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গ্রেফতারকৃত নাসির উদ্দিনের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় হাফ ডজন মামলা রয়েছে। সে বিভিন্ন সময়ে শিল্পমন্ত্রীর পরিচয় দিয়ে কন্ঠ নকল করে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের ফোন দিয়ে বদলি ও নিয়োগ সংক্রান্ত বিষয়ে তদবির করত।  সম্প্রতি রংপুর রেঞ্জের ডিআইজিকে ফোন দিয়ে এক পুলিশ সদস্যের বদলির বিষয়ে কথা বললে বিষয়টি নিয়ে সন্দেহ হওয়ায়  ফোন নাম্বার ট্র্যাকিং করে তথ্য উপাত্ত সংগ্রহ করে পুলিশ প্রতারণার বিষয়টি নিশ্চিত হয় । পরে অভিযান চালিয়ে সুন্দরগঞ্জ থেকে প্রতারক নাসিরকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে প্রতারণার দায়ে মামলা দায়ের করা হয়েছে। প্রতারক নাসির উদ্দিন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বৈদ্যনাথ গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।

 

আলোকিত প্রতিদিন/২১ জুন’২০/এসএএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here