আজ বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ ।   ১০ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ

সাভারে ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

প্রতিনিধি,সাভার: সাভারে প্রধানমন্ত্রীর নির্দেশানুযায়ী বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্ধোধন করা হয়েছে।  শনিবার (২০ জুন) দুপুরে সাভারের তেতুঁলঝোড়া স্কুল এন্ড কলেজ মাঠে এ কর্মসূচীর উদ্ধোধন করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। এসময় বনজ, ফলজ এবং ঔষধি গাছ রোপন করেন তিনি। ঢাকা জেলা স্বেচ্ছাসেকলীগ উত্তরের পক্ষথেকে পরে উপজেলার বিভিন্নস্থানে আরও ১ হাজার গাছ রোপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ উত্তরের সাধারন সম্পাদক সায়েম মোল্লা, সহ-সভাপতি আবুল হোসেন, রঞ্জিত সাহা, সাভার উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক লিয়াকত হোসেন, তেতুলঝোড়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ঢাকা জেলা স্বেচ্ছাসেবকলীগ উত্তরের প্রচার সম্পাদক জাবেদ হোসেন, অর্থ সম্পাদক মাহবুব আলী, তেতুঁলঝোড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নাজমুল হোসেন, সাধারন সম্পাদক রাশেদ মোল্লাসহ আরও অনেকেই । সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জরুল আলম রাজীব বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে আওয়ামীলীগ ও এর সহযোগী অঙ্গসংগঠন বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় ঢাকা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে এ বৃক্ষরোপন কর্মসূচীর উদ্ধোধন করা হয়েছে যা আগামীতেও অব্যাহত থাকবে। তিনি বলেন, করোনা মহামারিতে প্রথম সারির যোদ্ধা স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটি’র সভাপতি নির্মল রঞ্জন গুহসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা আজ করোনা ভাইরাসে আক্রান্ত। তবুও জীবনের মায়া না করেই আজ দেশের অসহায় মানুষের পাশে দাড়িয়েছে বাংলাদেশ আওয়ামীলীগ। প্রকৃতি বাচাঁতে হলে গাছের কোন বিকল্প নেই বলেও জানান তিনি।

 

আলোকিত প্রতিদিন/২০ জুন’২০/এসএএইচ

 

- Advertisement -
- Advertisement -