প্রতিনিধি, কক্সবাজার : কক্সবাজার জেলার সুযোগ্য পুলিশ সুপার এবিএম মাসুদ হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) ইকবাল হোসাইনের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে রামু উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে ১ লক্ষ ৮০ হাজার পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি) ।
রামুতে ডিবির অভিযানে ১ লক্ষ ৮০ হাজার পিস ইয়াবাসহ আটক ৩
-Advertisement-
- Advertisement -
- Advertisement -
আটককৃত ৩ জন মাদক কারবারীর মধ্যে একজন মহিলাও রয়েছেন। ঐ মহিলার ছেলে ইয়াবা কারবারীর সাথে জড়িত এবং তার বাড়ি থেকে উদ্ধার করা হয় ১ লক্ষ পিস ইয়াবা। ধৃত তিনজন হলেন, পার্বত্য বান্দরবান জেলার আলীকদম উপজেলার আমতলী পাড়ার আব্দুল মোতালেবের ছেলে আব্দুর রশিদ ( ২৬), কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং লম্বাশিয়া শরনার্থী শিবিরের ১৫ নাম্বার এফ ব্লকের মকতুল হোসেনের ছেলে রোহিঙ্গা এনামুল হাসান (২২) এবং অপর আসামী বান্দরবান উপজেলার দোছড়ি ইউনিয়নের জারুলিয়াছড়ির মৃত মোহা. ইসলামের স্ত্রী মাহমুদা বেগম ( ৪১)।
এ ঘটনায় আরো ৫ জন আসামী পলাতক রয়েছেন এবং এসময় একটি ডিসকভার মোটর সাইকেলও জব্দ করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, গত ১৮ জুন ও ১৯ জুন রামু উপজেলার বিভিন্ন জায়গায় পৃথক অভিযান পরিচালনা করেন ডিবি পুলিশের একটি চৌকস দল। এ সময় ১ লক্ষ ৮০ হাজার পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয় এবং ইয়াবা বহনে নিয়োজিত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। এ ঘটনায় ধৃত ৩ জন সহ ৫ জনকে পলাতক আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন কক্সবাজার ডিবি পুলিশ।
আলোকিত প্রতিদিন/২০ জুন’২০/জেডএন
- Advertisement -
- Advertisement -