রাঙ্গাবালীতে শুরু হয়েছে বিট পুলিশিং সেবা

0
374

সংবাদদাতা,রাঙ্গাবালী (পটুয়াখালী): ‘তথ্য দিন সেবা নিন’ এ স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর রাঙ্গাবালীতে বিট পুলিশিং কার্যালয় গুলোতে শুরু হয়েছে সেবা প্রদান। এতে ঘরের সদর দরজায় যেনো মিলছে পুলিশসেবা। হাতের কাছে পুলিশ পাওয়ায় সাধারণ মানুষ সেবা নিচ্ছেন নির্ভয়ে। এতে দিন দিন কমে আসছে অপরাধ এবং অপরাধীর সংখ্যা। তথ্যসূত্রে জানা যায়, রাঙ্গাবালী উপজেলার ৫ ইউনিয়নে ৫টি বিট পুলিশিং কার্যালয় চালু করা হয়। এসব বিটে এক এক জন করে  পুলিশ অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে। যারা স্থানীয়দের অভিযোগগুলো আমলে নিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে প্রতিনিয়ত। এছাড়াও মাঝে মধ্যে বিট পুলিশিংয়ের কার্যালয়গুলো পরিদর্শন করেন থানার অফিসার ইনচার্জ। শুক্রবার (১৯ জুন) সকালে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের বঙ্গবাজার বিট পুলিশিং কার্যালয়ে রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ আলী আহম্মেদকে সেবা প্রদান করতে দেখা গেছে। এসময় সাধারণ মানুষের বিভিন্ন অভিযোগ শুনে সেগুলো তাৎক্ষণিক সমাধানদেন অফিসার ইনচার্জ। রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ মোঃ আলী আহম্মেদ বলেন, ‘মাদক, সন্ত্রাস, ইভটিজিং, নারী নির্যাতন ও বাল্যবিবাহসহ বিভিন্ন অপরাধ দমনের জন্য সারাদেশে বিট পুলিশিং কার্যলায়ের ব্যাবস্থা করেছে বাংলাদেশ পুলিশ। সেই ধারাবাহিকতায় পটুয়াখালী পুলিশ সুপার মঈনুল হাসান স্যারের নির্দেশে রাঙ্গাবালী থানায় ৫টি বিট পুলিশিং কার্যালয় করা হয়েছে। যেখানে সার্বক্ষণিক সেবা প্রদান করছে পুলিশ। এ কারণে ইতোমধ্যে রাঙ্গাবালী থানায় অনেক প্রকার অপরাধ দমন হয়েছে।

 

আলোকিত প্রতিদিন/২০ জুন’২০/এসএএইচ

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here