আজ বৃহস্পতিবার, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ ।   ১৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ

বৃষ্টিতে পানির নীচে রহনপুর পৌরসভার রাস্তাঘাট, ভোগান্তিতে এলাকাবাসী

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

সংবাদদাতা,চাঁপাইনবাবগঞ্জ: টানা কয়েকদিনের প্রবল বর্ষণে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের রাস্তাঘাটগুলো জলাবদ্ধ হয়ে পড়েছে। জলাবদ্ধতার কারণে রাস্তাঘাটগুলো পানির নীচে তলিয়ে যাওয়ার উপক্রম হয়ে পড়ায় পৌরবাসির নানা দূর্ভোগের সৃষ্টি হয়েছে। রাস্তার পাশের ড্রেনের ব্যবস্থা না থাকায় পানি জমে থাকছে রাস্তার উপরে। অথছ ১ম শ্রেণীর পৌরসভা হওয়া সত্ত্বেও এসব বিষয়ে পৌর কর্তৃপক্ষের কোন নজর নেই। পৌরবাসী বঞ্চিত হচ্ছে নানা নাগরিক সেবা থেকে। সরেজমিন এলাকা ঘুরে দেখা যায়, পৌর এলাকার বাগানপাড়া মহল্লার খাদেম মেম্বারের বাড়ি সংলগ্ন রাস্তা, হঠাৎপাড়া-১ মহল্লার মখলেস মোড় থেকে জাকিরের বিস্কুট ফ্যাক্টরী পর্যন্ত সংযোগ রাস্তা, খোয়াড়মোড়, রহমতপাড়ার বাগানপাড়া,ঋষিপাড়া থেকে মতিরমোড়, বড়বাজার, উদয়নগর, নুনগোলা, স্টেশনপাড়া, বাবুরঘোন মহল্লার বিভিন্ন স্থানে রাস্তায় পানি জমে চলাচলে বিঘ্ন ঘটছে। পৌর ৭নং ওয়ার্ডের হঠাৎপাড়ার মহল্লার প্রায় ৬০টি পরিবার বৃষ্টির কারণে পানি বন্দি হয়ে আছে। এলাকাবাসীর মতে, রাস্তার পাশের ড্রেন নির্মাণ অতীব জরুরী। তাছাড়া বৃষ্টির পানির তীব্রতায় রাস্তায় গর্ত সৃষ্টি হচ্ছে। ফলে যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে রহনপুর পৌর সচিব খাইরুল হক জানান, আগামী অর্থ বছরের আগস্ট/সেপ্টেম্বরে বিভিন্ন মহল্লায় ড্রেনসহ রাস্তা নির্মাণের টেন্ডার আহ্বান করা হবে।  পৌর মেয়র তারিক আহমদ বলেন, করোনা পরিস্থিতির কারণে দু:স্থ মানুষদের ত্রাণ সহায়তা কার্যক্রম চলমান থাকায় উন্নয়ন কাজ ব্যহত হচ্ছে। তবে কিছুটা স্বাভাবিক হলেই রাস্তাঘাট ও ড্রেন নির্মাণের প্রক্রিয়া শুরু হবে।

 

আলোকিত প্রতিদিন/২০ জুন’২০/এসএএইচ

 

- Advertisement -
- Advertisement -