সংবাদদাতা,ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় করোনা উপসর্গ নিয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে । জ্বর ও শ্বাসকষ্টের মত করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যবসায়ীর নাম ইব্রাহিম খলিল আলম (৪৫)। বৃহস্পতিবার (১৮ জুন) রাত ১০ টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া গ্রামের নিজ বাড়ী থেকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানায়, নিহত আলম বেশ কিছুদিন যাবত জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলো। বৃহস্পতিবার সন্ধ্যায় তার তীব্র শ্বাসকষ্ট দেখা দিলে স্বজনরা তাকে হাসপাতালে নেয়ার সময় পথেই তার মৃত্য হয়। নিহত আলম উপজেলার রাজৈ ইউনিয়নের উরাহাটি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে ।
আলোকিত প্রতিদিন/১৯ জুন’২০/এসএএইচ