সংবাদদাতা,দেবীদ্বার (কুমিল্লা): কুমিল্লার দেবীদ্বারে এক চিকিৎসক ও মুক্তিযোদ্ধাসহ নতুন করে আরও ১৯ জন করোনা পজেটিভ সনাক্ত হয়েছে।ফলে মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ২৫৮ জনে। বৃহস্পতিবার (১৮ জুন) বিকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে প্রাপ্ত ৩৪ টি নমুনার রিপোর্টে ১৯টি পজিটিভ পাওয়া যায়। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে দায়িত্ব পালনকারী ১ জন চিকিৎসক, পরিবার পরিকল্পনা অফিসের ১ জন স্টাফ এবং বীর মুক্তিযোদ্ধা আলফু ফকিরসহ মোট ১৯ জনের করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। এছাড়া বনকুট ১ জন, মোহাম্মদপুর ২ জন, ইষ্টগ্রাম ১ জন, ভিংলাবাড়ি ১ জন, তুলাগাও ১ জন, স্বপ্নিল টাওয়ার ১ জন, বাগমারা ১ জন, আবদুল্লাহপুর ১ জন, গোমতী আবাসিক এলাকা ১ জন, ইউসুফপুর ১ জন, মোহনপুর ১ জন, জাফরগঞ্জ ২ জন, চরবাকর ১ জন, গুনাইঘর ১ জনের করোনা সনাক্ত হয়েছে । বৃহস্পতিবার দেবীদ্বারের ভানী ইউনিয়নের বরাট গ্রামের মা ও ছেলে ২ জন পজিটিভ রোগীকে সুস্থ ঘোষণা করা হয়েছে। এরা হলেন- ঝর্না রানী দেবনাথ (৫০),মাধব দেবনাথ (৩২)। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আহাম্মদ কবীর জানান, এখন পর্যন্ত দেবিদ্বার থেকে মোট নমুনা প্রেরণ করা হয়েছে ১৩৪৬টি, মোট প্রাপ্ত রিপোর্ট ১২৩৫টি, এতে পজিটিভ সনাক্ত হয়েছে ২৫৮ জন, মৃত্যুবরণ করেছেন ১৬ জন। সুস্থ হয়েছেন ১৩২ জন। আক্রান্তদের মধ্যে হোম আইসোলেশনে আছেন ১০৫ জন এবং হাসপাতালে ভর্তি আছেন ৫ জন।
আলোকিত প্রতিদিন/১৯ জুন ‘২০/এসএএইচ