বীরগঞ্জ (দিনাজপুর) থেকে শাহিনুর ইসলামঃ বীরগঞ্জ উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২ জন মোটরবাইক আরোহী নিহত হয়েছে। (১৭ জুন) বুধবার রাত সাড়ে ৮টা দিকে উপজেলার প্রেম বাজার নামক স্থানে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরবাইক চালক অসাবধানতার বসত মোটরবাইকটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় অবস্থানরত ট্রাক্টরের পিছনে প্রচন্ড গতিবেগে আছড়ে পড়লে বিকট শব্দ শোনা যায়। এতে করে বাইক আরোহী ২জন গুরুতর আহত হয়। বাইক আরোহী ২জনকে পরে আহত অবস্থায় বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃতঃ ঘোষণা করে। নিহত ব্যক্তিরা হলেন, উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়নের কাচারী পাড়া নিবাসী মোঃ ইমাজ উদ্দিনের পুত্র মোঃ আবুল হোসেন (৪২) এবং মোঃ ইব্রাহিম হোসেনের পুত্র মোঃ জাহাঙ্গীর হোসেন (৩৬)।
আলোকিত প্রতিদিন/১৮ জুন’২০/এসএএইচ