নীলফামারীতে নতুন করে আরও ৪ জন করোনায় আক্রান্ত, মোট ২৬৩

0
310

সংবাদদাতা,নীলফামারী: নীলফামারী জেলায় নতুন করে আরও ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্তে সংখ্যা দাঁড়ালো ২৬৩ জনে। সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করে জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব হতে গত ৪ দিনের প্রেরিত নমুনা পরীক্ষায় এ তথ্য পাওয়া গেছে। নতুন করে ৪ জন আক্রান্তদের মধ্যে নীলফামারী সদরে ১ নারী, সৈয়দপুর উপজেলা শহরের ইসলামবাগ মসজিদ মহল্লার ১ যুবক ও জলঢাকা উপজেলায় ২ জন রয়েছেন। এ ছাড়াও জেলা শহরের পৌর এলাকার বাবুপাড়া মহল্লার এক নারীসহ ২ জনের পুনরায় পজেটিভ রিপোর্ট এসেছে। এ নিয়ে নীলফামারী সদরে ৮৫,সৈয়দপুর উপজেলায় ৩৬ ও জলঢাকা উপজেলায় ৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।ফলে এ নিয়ে নীলফামারী জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ২৬৩ জনে।জেলায় মৃত্যুবরণ করেছেন ৬ জন এবং সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১২২ জন।

 

আলোকিত প্রতিদিন/১৭ জুন ‘২০/এসএএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here