প্রতিনিধি,টাঙ্গাইল: টাঙ্গাইলে প্রতিদিনই বেড়ে চলেছে করোনা ভাইরাসে নতুন আক্রান্তের সংখ্যা। জেলায় নতুন করে ৩০ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলার মোট শনাক্তের সংখ্যা দাড়ালো ৩৫৯ জনে। বুধবার (১৭ জুন) দুপুরে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। এসময় তিনি জানান, করোনা ভাইরাস পরিক্ষার জন্য ১০২টি নমুনা পাঠানো হয়েছিল। তার মধ্যে ৩০ জনের মাঝে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এদের মধ্যে মির্জাপুর উপজেলায় ১৩ট, সদর উপজেলায় ১০, বাসাইল উপজেলায় ৪, কালিহাতী উপজেলায় ২ এবং নাগরপুর উপজেলায় ১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।এ নিয়ে টাঙ্গাইলে সর্বমোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৩৫৯ জনে। এর মধ্যে মির্জাপুর ৮৯, সদর ৫৯, নাগরপুর ৩৩, কালিহাতী ৩২, মধুপুর ২৮, দেলদুয়ার ২৬, ঘাটাইল ২১, ধনবাড়ী ২০, গোপালপুর ১৭, ভূঞাপুর ১৩, সখিপুর ১৩ এবং বাসাইলের ৮ জন রয়েছেন। জেলায় সর্বমোট ৬ জন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। অপরদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২৭ জন।
আলোকিত প্রতিদিন /১৭ জুন ‘ ২০/এসএএইচ