জীবনের নিরাপত্তা চেয়ে ভিপি নূরের জিডি

0
482
ফাইল ফটো

::সংবাদদাতা, ঢাকা বিশ্ববিদ্যালয়::
হত্যার হুমকি পাওয়ার কথা জানিয়ে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ডাকসু ভিপি নুরুল হক নূর। বুধবার রাতে ঢাকার শাহবাগ থানা করা এই জিডিতে তিনি বলেছেন, তিনিসহ তার সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদের ৪০ জন নেতা-কর্মীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ফেইসবুক লাইভে এসে তরুণদের নিয়ে নতুন ধারার একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেওয়ায় এই হুমকি বলে তার ধারণা।

জিডিতে নূর বলেছেন, ‘গত সোমবার ও মঙ্গলবার মধ্যরাতে আমার মোবাইলে একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে তিনটি মেসেজ দিয়ে আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। একই মোবাইল নম্বর থেকে  বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৪০ জন নেতা-কর্মীর মোবাইলে একই মেসেজ এসেছে।’

এর আগে গত বছরের ২৬ মে বগুড়ায়, ১৪ আগস্ট পটুয়াখালীর গলাচিপায়, সর্বশেষ ২২ ডিসেম্বর ডাকসু ভবনে হামলাসহ বিভিন্ন জায়গায় ১১ বার হামলার শিকার হন বলেও জিডিতে উল্লেখ করেন তিনি। জিডিতে নুর তার নিজের এবং সংগঠনের অন্যান্য নেতা-কর্মীদের জীবনের নিরাপত্তা নিশ্চিতের জন্য পুলিশের সহযোগিতা চান।

এ বিষয়ে নুর বলেন, ‘বিভিন্ন সময়ে আমরা হামলা-মামলার শিকার হয়েও কোনো প্রতিকার পাইনি। তাই প্রথম দিকে জিডি করতে না চাইলেও কয়েকজন আইনজীবীর পরামর্শে আজ বিকেলে নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় জিডি করেছি।’ নূরের জিডির তদন্তকারী এসআই রইচ হোসেন  বলেন, ‘সন্ধ্যায় আমার কাছে কপিটা এসেছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here