::সংবাদদাতা, সিলেট::
ওসমানী হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় শনাক্তের বিষয়টি নিশ্চিত করে জানান, ওসমানীর ল্যাবে আজ ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে দুজন চিকিৎসকসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যও রয়েছেন। আক্রান্তদের মধ্যে সিলেট সিটি করপোরেশন ও বিশ্বনাথ উপজেলার বাসিন্দা বেশি।
এছাড়া আজ মঙ্গলবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সুনামগঞ্জ জেলার আরো ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৩৭৪টি নমুনা পরীক্ষা করা হয়। তন্মধ্যে ৫৮টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তরা সবাই সুনামগঞ্জ জেলার বাসিন্দা। এ নিয়ে সুনামগঞ্জে ৬৯৯ জনের করোনা শনাক্ত হলো।