সাতক্ষীরার কলারোয়ায় ফেনসিডিলসহ যুবক আটক

0
412

সংবাদদাতা,সাতক্ষীরাঃ সাতক্ষীরার কলারোয়ায় পিকআপ ভর্তি ফেনসিডিলসহ আব্দুস সামাদ (৩৫) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। তিনি কলারোয়া উপজেলার ঝাপাঘাট গ্রামের মৃত. মতিয়ার সরদারের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৬ জুন) সকাল ৬টার দিকে কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াসের নির্দেশক্রমে থানার সেকেন্ড অফিসার এসআই রাজ কিশোর পাল, এএসআই কামাল ও এএসআই বাবর আলীর নেতৃত্বে উপজেলার কাজিরহাটের তিন রাস্তার মোড়ের আলমগীর হোসেনের কীটনাশকের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে গাড়ীসহ আটক করা হয়। পরে উপস্থিত লোকজনের সামনে পিকআপটিতে তল্লাসী চালিয়ে ২শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস জানান, জব্দকৃত পিকআপটির বডির নীচে বিশেষ কায়দায় পৃথকভাবে তৈরী করা ১১টি চেম্বারের ভীতরে ২শ বোতল ফেনসিডিল লুকিয়ে রাখা ছিলো। এ ঘটনায় কলারোয়া থানায় একটি মামলা হয়েছে। যার মামলা নং-১৪ তারিখ ১৬ জুন ২০২০।

 

আলোকিত প্রতিদিন/১৬ জুন ‘২০/এসএএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here