বীরগঞ্জ (দিনাজপুর) থেকে শাহিনুর ইসলাম: বীরগঞ্জ পৌরসভা ৯ নম্বর ওয়ার্ড আদিবাসী পাড়া সংলগ্ন একটি রাস্তায় সৈয়দ আলীর পুত্র সিয়াম (৮) কে একা পেয়ে সংঘবদ্ধ একটি কুকুরের দল হঠাৎ হামলা চালিয়ে শিশুটিকে মারাত্মকভাবে রক্তাক্ত জখম করেছে। আহত শিশুটির বাড়ি সুজালপুর ইউনিয়ন পরিষদের দৌলতপুর গ্রামে। জনৈক সৈয়দ আলীর শিশু পুত্র (৮) সিয়ামকে ঐ এলাকার আদিবাসীদের পালিত কয়েকটি কুকুর গত রবিবার (১৪ জুন) দলবদ্ধ হয়ে কামড়িয়ে মারাত্মকভাবে আহত করেছে। বর্তমানে শিশুটি সংকটাপন্ন অবস্থায় দিনাজপুরে “এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে” চিকিৎসাধীন আছে। মৃত্যুর পথযাত্রী শিশুর পিতা ও তার পরিবার চরম হতাশায় ভুগছে। তার পরিবার আহত সিয়ামের জন্য দোয়া কামনা করেছে। বীরগঞ্জ পৌরসভার সচেতন মহলের দাবী পৌরসভায় বে-ওয়ারিশ কুকুরগুলি অতি জরুরীভাবে নিধন করা হউক।
আলোকিত প্রতিদিন/১৬ জুন ‘২০/এসএএইচ