সংবাদদাতা,ফরিদপুর: উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় ফরিদপুরের সালথায় দ্বিতীয় দিনেও দিনব্যাপী পাট চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকাল ১০ টায় উপজেলা অফিসার্স ক্লাবে এ প্রশিক্ষন কর্মশালার আয়োজন করেন পাট উন্নয়ন অধিদপ্তর। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে প্রশিক্ষনের মধ্যেই এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পাট উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) জিয়ারত আলী আকন্দ, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান রুপা বেগম, ভাওয়াল ইউপি চেয়ারম্যান ফারুকুজ্জামান ফকির মিয়া, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা তারেক মোঃ লুৎফর রহমান, সালথা উপজেলা কৃষি কর্মকর্তা জীবাশু দাস, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার গোপাল চন্দ্র বিশ্বাস, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারি প্রমূখ। দিনব্যাপি ফরিদপুর জেলা পাট উন্নয়ন কর্মকর্তা পাট চাষীদের প্রশিক্ষন প্রদান করেন। দিনব্যাপী পাট চাষী প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাট চাষীরা অংশগ্রহন করেন। উল্লেখ্য গত কাল সোমবারও পাট চাষীদের পাট চাষ সম্পর্কে প্রশিক্ষন প্রদান করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/১৬ জুন ‘২০/এসএএইচ